Shopping cart

মোহনগঞ্জে বিদ্যুৎ হীনতায় গ্রাহকদের দুর্ভোগ চরমে

মে ২৪, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় লোডশেডিং ও লাইন বিপর্যয়ের কারনে গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে।

ঘনঘন লোডশেডিং আর প্রতিদিন সন্চালন লাইনে ত্রুটির কারনে উপজেলায় গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। ১২ ঘন্টা লোডশেডিং দেওয়ার পরও সামান্য বৃষ্টি বা বাতাস আসার বা আকাশে সাঁঝ দেখার সাথে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়।

মোহনগঞ্জের উপকেন্দ্র ও নেত্রকোনার ৩৩ কেভিতে নিত্যদিনের ত্রুটির কারনে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত ও চরম দুর্ভোগে পড়েছেন। সন্চালন লাইনের ত্রুটির কারণে দিনরাত বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহক।

এ ব্যাপারে পল্লী সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজারের সাথে ফোন করে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ লাইন ত্রুটি হতেই পারে।আর লোডশেডিং এর বিষয়ে আমার কিছু করার নাই।

বিদ্যুৎহীনতায় ভুক্তভোগী এক শিক্ষক কাব্য রচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *