বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে বাধা দেওয়া হলে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ, অগ্নিসন্তান ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবু বাকের মজুমদার বলেন, আমরা শুনেছি ২০০১ সাল থেকে ২০০৭ সালে বগুড়াতে আজিজুল হক কলেজে ভর্তি হলেই চাকরি পাওয়া যেত। সেজন্য সেখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়তো। আমরা সেই সব কিছু আর ফেরত চাই না। পিএসসি সংস্কারে বাধা দিলে। আবার আন্দোলনে নামতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের আন্দোলন জগন্নাথের ১৫ জুলাইয়ের বড় মিছিল ছাড়া অসম্ভব ছিল। মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওইদিন যখন আসলো তখনি আমরা আরও বেশি সুসংবদ্ধ হয়েছিলাম।
অনুশষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, আমার খুব মনে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিরাট বিরাট মিছিল বের হতো যেখানে সামনে নারীরা থাকতো আর পেছনে ছেলেরা ঢাল হয়ে থাকতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন বারবার শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে এবং তারপরও কেন শুধু বারবার আমাদেরই প্রস্তুত থাকতে হবে দেশের যদি ক্রান্তিলগ্ন আসে তাহলে আবার শহীদ হতে। এই সরকার দায়িয়ে আছে ছাত্রদের রক্তের উপর ছাত্রদের ত্যাগের উপর কিন্তু তারা ছাত্রদের কাছে আসেনা, ছাত্রদের কথা শুনে না, যেই চেতনা যেই ভালোবাসা যেই দেশপ্রেম নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিলো তার ছিটেফোটাও তারা অনুভব করতে পারেনা। এর বাইরেও আপনাদের কৃতজ্ঞতা জানাই। কারণ এতো দূর্ঘটনার কথা যেনেও আপনারা দেশের জন্য রাজপথে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অধ্যাপক ড. রইস উদ্দিন জুলাই প্রশ্নে সবাইকে ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে বলেম, দল মত নির্বিশেষে সবাইকে জুকাইয়ের প্রশ্নে এক ও অভিন্ন থাকতে হবে। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় কেউ দলীয় পরিচয়ে অংশ নেয়নি। দলমত নির্বিশেষে সবাই জীবন দিয়েছে। একে অপরের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে। জুলাইকে বাচিয়ে রাখতে চাইলে সবাইকে অঈক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের পরিবার ও জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থী ও সাহসী সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট ও বাংলাদেশের পতাকা উপহার দেয়া হয়। এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।