Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল

নভেম্বর ১৮, ২০২৫

মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।

মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান—এই পাঁচটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাধবপুর–চুনারুঘাটকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে চাই। গত সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে, তাই জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, সুশাসন চায়।”

সোমবার বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন—বিএনপি আজও সেই আদর্শে অবিচল। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা–স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং গ্রামীণ সড়ক সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।”

তিনি বলেন, আদাঐর ইউনিয়নটি পৌরসভার খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিষয়ে তিনি বলেন, “এই ইউনিয়নে অনেক সনাতন ধর্মের মানুষ বসবাস করেন। তারা যাতে পূর্ণ নাগরিক মর্যাদা পান, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন—এটি নিশ্চিত করা হবে। বিএনপি সব ধর্ম–বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।”

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ফয়সল বলেন, গ্রামে ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দিয়ে এলাকায় অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা হবে।

দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নিয়ে তিনি বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে অকার্যকর করা এবং জনগণের সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করা। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুর্শেদ আলম। প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিএনপি সবসময় উন্নয়ন ও জনগণের অধিকার নিয়ে কাজ করেছে। তিনি বলেন, “ক্ষমতায় না থেকেও বিএনপির নেতারা এলাকায় যেসব উন্নয়ন করেছেন, তা জনগণ ভুলে যায়নি।”

সভায় আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ পৌর বিএনপি সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী অলি উল্লাহ ও , সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ফজলুর রহমান বুলেট এবং উপজেলা যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মোর্শেদ,যুবদল নেতা মাসুকুর রহমান।

এদিন দুপুর থেকে বিভিন্ন গ্রাম থেকে ধানের শীষ প্রতীকের মিছিল মৌজপুর বাজারে এসে সমবেত হয়। ঢাক–ঢোল, নাচ–গান আর উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবে পরিণত হয়। নারী–পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি জনসভা স্থলকে রূপ দেয় উৎসবমুখর হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *