Shopping cart

মোহনগঞ্জে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মে ২১, ২০২৫

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (২০মে/২৫খ্রীঃ)দুপুরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক।

মানববন্ধন কারীদের বক্তব্য থেকে জানা গেছে , অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচরণ, ব্যাটারি চুরি, ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে তারা পদত্যাগ দাবি করছে।

এ বিষয়ে অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, শান্তি পুর্ণ আন্দোলন করুক। কিন্তু আন্দোলন কারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এটা ঠিক করে নি। আমি অপরাধ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।আর আমি নির্দোষ প্রমাণিত হলে তাদের বিচার হবে।এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *