Shopping cart

দোয়ারাবাজারে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

অক্টোবর ২২, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন,  অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবির একজন দূর্নীতিবাজ শিক্ষক,তার বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ২০১৫ সালে দৈনিক একটি পত্রিকায় ভুয়া বিজ্ঞাপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে  ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে লাগাতার আন্দোলনের ডাক দিবে। তিনি যেন প্রতিষ্ঠান ক্যাম্পাসে আর ডুকতে না পারেন সে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মানববন্ধনাকারী শিক্ষার্থীদের।
মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সচেতন এলাকাবাসী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান,বড়ইউড়ি মাদ্রাসার অধক্ষ্যের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *