আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ নয়া পুলিশ সুপার হিসেবে এ,এন,এম সাজেদুল রহমান যোগদান করেছেন। শনিবার ১৮ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।
তিনি বগুড়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার নয়া পুলিশ সুপার হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলার সকল উর্ধ্বতন কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। যোগদান শেষে সাবেক পুলিশ সুপার জনাব রেজাউল হক খাঁন(অতি:ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নিকট হতে হবিগঞ্জ জেলার দায়িত্বভার বুঝে নেন নয়া পুলিশ সুপার।