সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুল পর্যায়ে এবারও এগিয়ে রয়েছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সোনালী চেলা উচ্চবিদ্যালয়। মাদ্রাসায় সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি / দাখিল পরিক্ষা ফলাফল অনুযায়ী এই তথ্য জানানো হয়।
প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলার ১৯ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এগিয়ে রয়েছে উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত সোনালী চেলা উচ্চবিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি হতে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৪ জন শিক্ষার্থী। এতে ১৭ টি এ গ্রেড অর্জনসহ উত্তীর্ণ হয়েছে ৭৮ জন। দাখিল পরিক্ষায় অংশগ্রহণকারী উপজেলার ১০ টি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ ৩ টি জিপিএ -৫ পেয়েছে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। দাখিল পরিক্ষায় ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ টা জিপিএ -৫ ও ১৭ টি এ গ্রেড অর্জনসহ ৬৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক কামাল উদ্দিন বলেন, “আমাদের এ সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্র মনোযোগ ও অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গর্ভনিং বডির সুদক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। সেই সঙ্গে মাদ্রাসার সুপার মহোদয় আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি শুধু পরীক্ষার ফলাফল নয়, একজন আদর্শ দ্বীনদার ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
সোনালী চেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে সোনালী চেলা উচ্চবিদ্যালয় পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠান দিন দিন আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, যা দোয়ারাবাজার উপজেলার শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আর এই সফলতার পেছেনে রয়েছে শিক্ষার্থীদের একাগ্র মনোযোগ ও অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম।