মুসফিকুর রহমান, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের করা এক ফেসবুক মন্তব্যকে ঘিরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সদস্যরা।
রবিবার (১০ আগস্ট) আয়োজিত এক মানববন্ধনে এ ঘটনা ঘটে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ বিষয় নিশ্চিত করে বলেন, এখানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রী সংস্থার শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে কে কে ছাত্রী সংস্থার সাথে জড়িত জানতে চাইলে তড়িঘড়ি করে মানববন্ধন শেষ করে চলে যান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী বুশরাকে তার বক্তব্যের এক পর্যায়ে বলতে শোনা যায়, শামসুল আরেফিনের করা মন্তব্য আমাদের সংগঠনের নারীদের জন্য অপমান জনক।
পরে আরেক বক্তব্যে অন্য এক নারী শিক্ষার্থীকে বলতে শোনা যায়, আমরা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দাঁড়িয়েছি তবে আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী প্লাস দুই একজন ছাত্রী সংস্থার লোকজন আছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমাইরা তার বক্তব্যে বলেন, ৯৪% মুালিমের দেশে ফরজ বিধান নিয়ে কুরুচিশীল মন্তব্য মুসলিম করতে পারে না। খাটো পোশাকের স্বাধীনতা থাকলে আমরা কেন নিজের পর্দা করার স্বাধীনতা পাব না।
নাট্যাকলা বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী নুসরাত জাহান তিশা বলেন, পর্দা আমার অহংকার। পর্দা নিয়ে মন্তব্য সুস্থ মানসিকতার অধিকার না। আর কেউ যেন এটা না করে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এখন ও এমন সমস্যা ফেস করতে হয়, এটা দুখজনক। বড় দলের রাজনীতিবীদের এমন রাজনীতি মানায় না। মা বোনদের নিয়ে এমন মন্তব্য তাদের মুখে মানায় না। আমাদের চাওয়া থাকবে বিশ্ববিদ্যালয় প্রশসন এর ব্যবস্থা নিবে। শামসুল আরেফিনকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে।
এ বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য সচিব শামসুল আরেফিন জানায়, আমি কখনোই নারী বিদ্বেষমূলক বা পর্দা নিয়ে মন্তব্য করিনি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ আমাকে ইসলামের বিপক্ষে দাড় করানোর চেষ্টা করছে। একটি ছাত্র সংগঠনকে একজন ভিসি প্রমোট করবে অন্যদের হিংসা করবে এটা হতে পারে না। তার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি মাত্র।
তিনি বলেন, এটি হিজাবের বিরুদ্ধে কটুক্তি নয়। সেটি অন্যভাবে চালিয়ে দিয়ে নারী আর বোরখার উপর নেয়ার চেষ্টা এক ধরনের দুষ্টমি। আমরা এসব দুষ্ট রাজনীতি ছাড়ার আহ্বান জানাই। আমি আমার পোস্টে ছাত্র শিক্ষকের কথা স্পষ্ট উল্লেখ করেছি।
উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় ভিসির সাথে ছাত্রী সংস্থার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, সেরের জন্য কয়টা তালি”। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে এক ফেইসবুক আইডি থেকে কমেন্ট করা হয়, “ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতোটু সেন্স রাখবেন না কোথায় সমালোচনা বা ট্রল করতে হয় আর কোথায় না?”