সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ফারুক আহমদ দোয়ারাবাজার উপজেলাী যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
ফারুক আহমদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মারফত আলী’র পুত্র।
রবিবার (১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকায় এঘটনা ঘটে। পরে চিকিৎসার উদ্দেশ্যে তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানকার স্থানীয়রা। এঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরল হওয়ার খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে।
জানা যায়,ফারুক আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার উপর হামলার ঘটনায়, ৯৯ জনকে আসামীকরে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার এজহারনামীয় ( ৫৪ নাম্বার) আসামী।