বিশ্বের পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র এখন থেকে তৃতীয় লিঙ্গের পরিচয় বহনকারী কাউকে স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ২য়বার জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার ‘২০ জানুয়ারি’ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এ ইঙ্গিত করেন তিনি।
কথা বলার এক পর্যায়ে ট্রান্সজেন্ডার প্রসঙ্গটি এলে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজকে এবং এই মুহুর্তথেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন—এবং থাকবেন নারী ও পুরুষ।
অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেবেন নতুন ট্রাম্প প্রশাসন।
মার্কিনিদের পাসপোর্টে ২০২২ সালেট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে ‘এক্স’ লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এবার তার নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দিলে এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এমনটা যদি ঘটে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে, সেগুলোতেও অর্থায়ন বন্ধ হয়ারউপক্রম হবে।
গত বছরেই নির্বাচনী প্রচারণা চালানোর সময়ডোনাল্ড ট্রাম্প জানিয়ে ছিলেন, নারীদের খেলায় ও ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি।উ যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন।