আহমদ বিলাল খান: পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহা-সচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত চার নেতা হলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলার হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন এবং হাফেজ মোঃ আব্দুল কাদের।
বিবৃতিতে বলা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সু-স্পর্ট অভিযোগ রয়েছে। এই অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির পক্ষ হতে দলের সকল নেতাকর্মিকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এইসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন।
এতে বলা হয়, এই সকল কর্মকান্ডে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী দলের গঠনতন্ত্রের ধারা ১১(ক) মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে পার্বত্য চট্টগাম ওলামা পরিষদ থেকে উপর উল্লেখিত ৪ নেতাকে গত (৫ অক্টোবর) অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।