মশিউর রহমান মুর্শেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠ ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার সাবেক সদ্য মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।
আজ শুক্রবার (১১অক্টোবর) বিকেলে মাধবপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক মেয়র মানিক। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক সদ্য মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক বলেন, মাধবপুর পৌরসভার সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপসানালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানর নির্দেশে আমরা সকলে এক্ষেত্রে কাজ করছি ও আমরা বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে।