Shopping cart

রাতে দেশ ছাড়তে পারেন সাবেক এমপি মুজিবুল হক চুন্নু

মে ৯, ২০২৫

স্টাফ রিপোর্টার: আজ রাতে দেশ ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি মো. মুজিবুল হক চুন্নু।

এনিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এই নেতা।

তিনি তার পোস্টে বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে আজ রাতে আওয়ামী দোসর জাপা’র মহাসচিব দেশত্যাগ করতে পারেন। বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে জোটবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জাপা নেতা।

এতে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ রাতেই দেশ ছাড়তে পারে বলেও গুঞ্জন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *