Shopping cart

ফ্যাসিস্ট সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফের রিমান্ডে।

ফেব্রুয়ারি ৫, ২০২৫

১৮ ই জুলাই এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়ের করা “আশিক মিয়া” হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালতে পুলিশ মোট ৫ দিনের রিমান্ড আবেদন চাইলে বাদী বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

এ দিকে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়্যুম খান বলেন’ ‘আজ সকালে আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। তাকেআজ ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, ‘সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক আশিক মিয়া। ২৩ আগস্ট তার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *