সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): স্বাধীনতার ৫৪ বছর পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার লক্ষীপুর ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর বসবাস সুলতানপুর গ্রামে এই প্রথম কোনো এমপি প্রার্থীর পদচারণা ঘটে। জাতীয় নির্বাচনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে গ্রামটিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সুলতানপুর গ্রামে একটি উঠান বৈঠক করেন তিনি। স্বাধীনতার পর প্রথমবার কোনো এমপি প্রার্থীর প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করায় গ্রামবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। এতে জামায়াতে ইসলামীসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে বক্তারা অতীতের অবহেলা ও বঞ্চনার কথা স্মরণ করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, প্রায় তিন শত ভোটারের এই গ্রামে একটি মসজিদ ও একটি কওমি মাদ্রাসা থাকলেও কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের কারণে গ্রামটির দিকে নজর দেয়নি কোনো রাজনৈতিক দল বা সরকার। নির্বাচনের আগে যেমন কেউ প্রচারণায় আসেননি, তেমনি নির্বাচিত হওয়ার পরও কেউ গ্রামটির খোঁজ রাখেননি।
ফলে আধুনিক প্রযুক্তির যুগেও গ্রামটিতে এখনো প্রাচীন যোগাযোগ ব্যবস্থার চিত্র বিদ্যমান। নেই চলাচলের উপযোগী রাস্তা কিংবা পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে অধিকাংশ মানুষই শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছেন।
গ্রামবাসী আব্দুর রহিম, ছমির উদ্দিন ও আবুল কালাম বলেন, “দিন যায়, বছর যায়, কিন্তু সুলতানপুর গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। নির্বাচনের আগে যেমন কেউ আমাদের গ্রামে আসে না, তেমনি নির্বাচনের পরও কেউ খোঁজ নেয় না। মনে হয় আমরা এই দেশের নাগরিকই নই।”
তারা আরও জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনো রাজনৈতিক দল ও সংসদ সদস্য প্রার্থী তাদের গ্রামে প্রচারণা চালিয়েছেন। এতে গ্রামবাসী নতুন করে আশার আলো দেখছেন। উঠান বৈঠকে উপস্থিত দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
এ সময় দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি ডা. হারিস মিয়া, ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল হক, সেক্রেটারি জাকির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



