মিজানুর রহমান (নন্দন)মোহনগঞ্জ (নেত্রকোনা)প্রতিনিধিঃ গত ১০ মার্চ সোমবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকার টেংগাপাড়া থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী শাহীন খান পাঠান রেনু (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রেনু মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ২০২৪ সাল থেকে পলাতক ছিল।তার নামে ৮টি মাদক মামলা রয়েছে। ২০২৩ সালে দায়ের করা মাদকের একটি মামলায় আদালত তাকে মার্চ/২৪ খ্রিস্টাব্দে ৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ ঘটিকায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার টেংগাপাড়া এলাকার বাসা থেকে রেনুকে গ্রেফতার করে, রেনু মৃত মুসলিম উদ্দিন খান পাঠান দারগ আলীর ছেলে।
ওসি জানান, আজ দুপুরে রেনুকে নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।