আহমদ বিলাল খান: আমরা শুধু সীমান্ত রক্ষা করি না, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়। ‘এটিই আমাদের উদ্যোগের উদ্দেশ্য’ এমন মন্তব্য করেছেন ১২ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ছোটহরিণা এলাকায় ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক ও উপকরণ সহায়তা দিয়েছে ১২ বিজিবি। এই উদ্যোগের মাধ্যমে ২৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ জরুরি সেবা ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।
সোমবার (১২ জানুয়ারি) টটিনী পোস্ট এলাকায় বিতরণ করা সহায়তার মধ্যে ছিল- চিকিৎসার জন্য নগদ অর্থ, ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ঢেউটিন, সেলাই মেশিন, মসজিদের মাইক সেট এবং শিশুদের জন্য খেলনা সামগ্রী। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হয়েছে।
সেলাই মেশিন পাওয়া কয়েকজন নারী ও যুবক ঘরে বসেই আয় করার সুযোগ পাচ্ছেন। এর ফলে পরিবারভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠছে এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। একইভাবে চিকিৎসা সহায়তা দরিদ্র পরিবারগুলোর হঠাৎ বড় ব্যয় কমিয়ে আর্থিক স্থিতি রক্ষা করছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১২ বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম দারিদ্র্য হ্রাস, ক্ষুদ্র আয়ের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দুর্গম সীমান্ত এলাকায় কার্যকর সামাজিক ও অর্থনৈতিক সহায়তা মডেল হিসেবে কাজ করছে।



