Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

রতনপুরে  বিএনপির নির্বাচনী জনসভা — ৩১ দফার বাস্তবায়নে পরিবর্তনের অঙ্গীকার সৈয়দ মোঃ ফয়সলের

নভেম্বর ২০, ২০২৫

রতনপুরে  বিএনপির নির্বাচনী জনসভা — ৩১ দফার বাস্তবায়নে পরিবর্তনের অঙ্গীকার সৈয়দ মোঃ ফয়সলের।

রতনপুরে  বিএনপির নির্বাচনী জনসভা — ৩১ দফার বাস্তবায়নে পরিবর্তনের অঙ্গীকার সৈয়দ মোঃ ফয়সলের।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি ঘোষিত ৩১ দফা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রতনপুর ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমরা ৩১ দফার মধ্যে বিশেষভাবে  কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,   শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ, এবং বেকারত্ব নিরসনে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি-এর ওপর জোর দিচ্ছি। এগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ–৪ একটি মডেল আসন হবে।”

সৈয়দ মোঃ ফয়সল বক্তৃতায় আরও বলা হয়, “

“আমরা জনগণের  ভোটে বিজয়ী হলে গ্রামাঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও মহিলা ক্ষমতায়ন, এবং সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। এই লক্ষ্য পূরণ করতে হলে জনগণকে আমাদের সঙ্গে একসাথে থাকতে হবে।”

জনসভায় উপস্থিত সবাই তার ৩১ দফা কর্মসূচি ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিতে উৎসাহী সাড়া দেন।

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে  সভায় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির  সাবেক সহ সভাপতি  সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি  শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান,সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *