শার্শা (যশোর) সংবাদদাতা: ঢাকা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডেকে গ্রেফতার করেছে বিজিবি ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাদের দুজনকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা জেলার সদর থানার শাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা নিউমার্কেট থানায় নাশকতার মামলা রয়েছে। তিনি আরও জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং পরে তাদেরকে ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।