শেখ জাহান রনি, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জব্দ করেছে।
রবিবার (২৯ জুন) হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার ও মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক এর নেতৃত্বে উপজেলায় হাওর অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানের আওতায় আন্ধার কান্দি বিলে অভিযান চালিয়ে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ও ৫টি ছাই জব্দ করেন। পরে জব্দ কৃত এসব চায়না দুয়ারী ও ছাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।