Shopping cart

  • Home
  • শিরোনাম
  • পাঠ্যবইয়ে গল্প-প্রবন্ধ থাকছে না ড. জাফর ইকবালের।

পাঠ্যবইয়ে গল্প-প্রবন্ধ থাকছে না ড. জাফর ইকবালের।

অক্টোবর ৩০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

বিগত প্রায় ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে পাঠ্যবই রচনা ও সম্পাদনায় একচেটিয়া প্রভাব ছিল দলটির অনুসারী বলে পরিচিত অধ্যাপক ‘ড. মুহাম্মদ জাফর ইকবালে’র। বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তার একাধিক গল্প-প্রবন্ধ ছিল। এছাড়া অনেক বইয়ের স’ম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছাত্র-জনতার অ’ভ্যুত্থানে সরকার পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি-NCTB)।

এনসিটিবি (NCTB) সূত্র জানায়, ‘ড. জাফর ইকবালে’র লেখা গল্প-প্রবন্ধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন। পাশাপাশি স’ম্পাদনায় যুক্ত হিসেবে বইয়ে থাকা তার নামও বাদ দেওয়া হবে। পাঠ্য পুস্তক বোর্ডের সম্পাদনা শাখা সূত্র জানায়, একাদশ শ্রেণির বাংলা বইয়ে অধ্যাপক ড. ‘জাফর ইকবালে’র ‘মহাজাগতিক কিউরেটর’ শিরোনামে একটি প্রবন্ধ ছিল। সেটি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির বিজ্ঞান বিষয়ের সব বই থেকেও ‘জাফর ইকবাল’ লেখাগুলো পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে।

আরো জানা যায়, পাঠ্য পুস্তকের অ’তিরঞ্জিত ইতিহাস সংশোধন ও পরিমার্জনে বিষয় ভিত্তিক কমিটি করা হয়। সেই কমিটির সদস্যরা পরিমার্জনের কাজ শেষ করেছে। এখন সেগুলো পাণ্ডুলিপি আকারে ছাপা খানায় পাঠানোর চূড়ান্ত ধাপে রয়েছে। আগামী সপ্তাহে (২০২৫ সালের) পাঠ্যবই ছাপার কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *