Shopping cart

দোয়ারাবাজারে নরসিংপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

জুলাই ১৯, ২০২৫

দোয়ারাবাজারে নরসিংপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

দোয়ারাবাজারে নরসিংপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলারর নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়.দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নেরর রগারপাড় (বড়ময়দান) গ্রামের মৃত আব্দুস শফিক লালা’র পুত্র লায়েক মিয়া ও আলতাব আলী’র পুত্র উমর আলী পরিবারের মধ্যে জমিজমা সক্রান্ত পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গায় হালচাষকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

প্রথম পক্ষ লায়েক মিয়া জানান, আমাদের বাবার ক্রয়ক্রিত জমিতে গতকাল হালচাষ করি, কিন্তু কেউ বাঁধা দেয়নি। আজ বাড়িতে কেউ না থাকায় তারা জমির আইল কাটতে আসে। এসময় দেখতে পেয়ে বাড়িতে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করে উমর আলী’র লোকজন। এতে মফিজুর রহমান (৫৮), আপ্তাবান নেহা (৬৪),লায়েক মিয়া (৪০),তারেক মিয়া (৩৫) গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্বিতীয় পক্ষের উমর আলী বলেন,আমাদের নিজস্ব মালিকানা জমিতে তারা জোরপূর্বক দখল করে হালচাষ করতে আসে। বাঁধা দিলে তারা আমাদের মারধর করে। এতে উমর আলী, সমুজ আলী’র পুত্র ফখর উদ্দিন ও আলিম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *