Shopping cart

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দোয়ারাবাজার উপজেলা বিএনপির একাংশের জনসমাবেশ

ফেব্রুয়ারি ২২, ২০২৫

দোয়ারাবাজার(সুনামগঞ্জ): বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির একাংশের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা’র বাংলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাবাজারে এক সমাবেশ সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পাতানো নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সেই অন্যায় এবং প্রতারণার কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়েছে। খুনী হাসিনা এতেই ক্ষান্ত হয়নি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারিণী ও তার দোসরদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপি নেতা ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ, এরশাদুর রহমান এরশাদ, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুবদল নেতা আব্দুল মনাফ, আনিছ মিয়া, জমশেদ মিয়া প্রমুখ। সমাবেশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *