Shopping cart

  • Home
  • শিরোনাম
  • কুবিতে নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

কুবিতে নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

জানুয়ারি ১০, ২০২৬

কুবিতে নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ।

কুবিতে নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ।

কুবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্তব্যরত নৈশপ্রহরী ও শীতার্ত কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করেন তারা।

ক্যাম্পাসে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কুবি ছাত্রদলের নেতারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আমরা কুবি ক্যাম্পাসে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই কনকনে শীতে নৈশপ্রহরীরা সারারাত নিরবচ্ছিন্নভাবে আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রতি সম্মান জানাতেই ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদল সবসময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *