নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালীতে দৈনন্দিন জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা ফেরাতে বিশেষ মানবিক সহায়তায় প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে সমাজসেবা মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।
১৮ ই আগস্ট (সোমবার) দুপুরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন..মহেশখালী উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. শিশু সুরক্ষা সমাজকর্মী মোহাম্মদ এরশাদ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা’সহ উপকারভোগী উপস্থিত ছিলেন।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন প্রতিবন্ধী, বয়স্ক, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।