সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ‘চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আত্মপ্রকাশ করেছে ‘ পূর্বচাইরগাঁও স্বেচ্ছাসেবী যুব ফাউন্ডেশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধায় নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে নতুন এ স্বেচ্ছাসেবী সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
মো.আবু সিদ্দিক’র সভাপতিত্বে এবং ছামির আলী ও উমর ফারুক’র যৌথ পরিচালনায় এক সভায় আগামী ১ বছরের জন্য জালাল উদ্দীনকে সভাপতি, স্বপ্নন মিয়াকে সাধারণ সম্পাদক, মুক্তার হোসেনকে কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্য হিসেবে কাজল মিয়া, মানিক মিয়া,হামিদুল হক অপিকে নির্বাচিত করে নবগঠিত এই সংগঠনের কমিটি প্রকাশ করা হয়।
পরে শনিবার ( ২০ ডিসেম্বর) সন্ধায় দোয়া ও মোনাজাতের মাধমে পূর্বচাইরগাঁও স্বেচ্ছাসেবী যুব ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন গ্রামের স্থানীয় মুরুব্বিরা।
এতে ডা: মঈনুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজসেবক চান মিয়া, নুরুল ইসলাম নুরু,মকবুল হোসেন, জয়নাল আবেদীন মেম্বার, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম,রমিজ উদ্দীন,মিলন মিয়া।
এসময় সমাজসেবক সামছুল হক,আব্দুলমোতালিব ,রমজান মিয়া,উসমান মিযা,হোসেন মিয়া,রবিউল আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, অন্যান্য সংগঠনের মত এই সংগঠনটি ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যাবে এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ডে এর সক্রিয় অংশগ্রহণ থাকবে।



