দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাংবাদিকদের সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করতে হবে।
বক্তারা আরও বলেন, দোয়ারাবাজারের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে তা অত্যান্তই প্রশংসার দাবী রাখে। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংবাদিকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা (B.R.D.B) শাহিনুর রহমান,সমাজসেবক আব্দুল হান্নান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সংবাদের আব্দুল মোতালিভ ভূইয়া, দৈনিক ইত্তেফাক’র মো: মামুন মুন্সি প্রমুখ।