রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার এলাকায় রাজশাহী থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে ধাক্কা দিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
হাইওয়ে পুলিশ জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে থাকা যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



