Shopping cart

যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন বিএনপি’র কর্মীরা

জানুয়ারি ১১, ২০২৫

মুন্সিগঞ্জ, জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার অনূসারী নেতা-কর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীনগর থানায় হট্টগোল করে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

যুবদলের ওই নেতার নাম তরিকুল। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। পরে রাতে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে খুবই চাপ দেন। এ সময় তাকে ছেড়েদিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

এব্যপারে পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *