মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইনকিলাব মঞ্চ-এর মুখ্যপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর শহরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাধবপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ফল ফট্টির সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন:
মাসুকুর রহমান মাসুক — পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি
হাজী ফিরোজ — পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
লুৎফর রহমান খান — যুগ্ম সাধারণ সম্পাদক
বাবুল হোসেন — কাউন্সিলর ও যুগ্ম সাধারণ সম্পাদক
কবির চৌধুরী — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল
মশিউর রহমান মুর্শেদ — ১ম যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল
জসিম সিকদার — যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল
সেলিম — সভাপতি
শফিক — যুগ্ম আহ্বায়ক
রনি আহমেদ, আকবর হোসেনসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ
বক্তাদের বক্তব্য:
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে আহত শরিফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



