মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ, (নেত্রকোনা ) প্রতিনিধিঃ গতকাল শনিবার বিকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক সমাজ হাইস্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সন্ছালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সেলিম কার্নায়েন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম এরশাদুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি জনাব সেলিম কার্নায়েন ও সাধারণ সম্পাদক জনাব গোলাম এরশাদুর রহমান কে পুস্প মাল্য দিয়ে বরণ করে নিয়ে তাদের সংবর্ধনা প্রদান করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সেলিম কার্নায়েন ও বিশেষ অতিথি জনাব গোলাম এরশাদুর রহমান বক্তব্যে বলেন, দলকে সুসংগঠিত করার মাধ্যমে দুর্নীতি মুক্ত সমাজ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে বাবর ভাইয়ের হাত কে শক্তিশালী করতে হবে।বাবর ভাইয়ের বিজয় সুনিশ্চিত করতে হবে। জনগণের কাছে যেতে হবে।কারন বিএনপি জনগনের দল। পরিশেষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।