আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
২১শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান সমূহের ভবনে অর্ধনমিত পতাকা উত্তোলন ও সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু, কিশোরদের রচনা, চিত্রাংকন ও ছড়া পাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়েছে।
এছাড়াও সকাল সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ও প্রতিযোগীতায় অংশ নেয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশানর (ভূমি)মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ( ওসি) গোলাম মস্তুফা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিন্ট,ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেনসহ বিভিন্ন অফিসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।