দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে ডেভিল হান্ট অভিযানে দোয়ারাবাজার এলাকা থেকে তাকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।
পুলিশ জানায়.জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে সুনামগঞ্জে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়।