Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যারটানোর পরেও মামলা করা হয়নি: আসিফ নজরুল

জুন ২৬, ২০২৫

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যারটানোর পরেও মামলা করা হয়নি: আসিফ নজরুল

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যারটানোর পরেও মামলা করা হয়নি: আসিফ নজরুল

আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেন– সরকার নিয়ে, আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে। এটা নিয়ে মামলাকরবো দূরে থাক, সরকার কোনো প্রতিবাদ করে না। আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। যখন সেগুলো পাত্তা দেই না, তখন শুরু হয় আমার বিরুদ্ধে গালাগালি। আমাকে তখনেই ভারতের দালাল বানানো হয়।

গুজব-আর মিথ্যাচারের বিষয়টি এ দেশের জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি ইনারাই রায় দেবেন, জনাব আসিফ নজরুল বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রে। বিচার বিভাগকে আরো অধিকতর উন্নত করতে কাজ করা হচ্ছে।

আদালতকে সম্পুর্ণ ডিজিটালাইজেশন করা হচ্ছে, যদিও এটি সময় সাপেক্ষ। তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুটি কোর্ট ডিজিটালাইজড করা হয়েছে এবং তা অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *