সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে কমিটি-শিক্ষক-অভিভাবক সমন্বয়ে আল মদিনা একাডেমির ত্রি-পাক্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ২০২৫ সালের বার্ষিক সহপাঠক্রমিক কার্যক্রম পরিকল্পনা সম্বলিত একাডেমিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।
২০২৫ সালকে ‘মান সম্পন্ন শিক্ষা আর শৃঙ্খলায় আপোষহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয় একাডেমির ক্যালেন্ডার।
আল মদিনা একাডেমি’র পরিচালক রফিকুর রহমান’র সভাপতিত্বে ও শিক্ষক ইয়াকুব আল হাসান’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত অভিভাবকগণ কর্তৃক উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন একাডেমির সিনিয়র সহকারি শিক্ষক জুয়েল আহমদ । অতপর অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন পরামর্শ সাদরে গ্রহণ করা হয়। কর্তৃপক্ষ একাডেমির ২০২৫ সালের কর্ম পরিকল্পনা পেশ করেন এবং শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও শৃঙ্খলা রাক্ষায় আপোষহীনতার কথা পূণর্ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন-মো:খলিলুর রহমান, আব্দুল আওয়াল, আফিয়া বেগম, মারুফ আহমদ, ফখর উদ্দিন, সোহাগ আহমদ।
এসময় আল মদিনা একাডেমির শিক্ষক নিলুফা আক্তার,রুমেনা বেগম,সালমান ফার্সি, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, মোজাম্মেল হক,ইমরান আহমদ, হানিফা জান্নাত বুশরা,সাদিয়া আক্তার,মার্জিয়া আক্তার,মুরছানা আক্তার,শিক্ষার্থী ও অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।