Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI আওতায় সম্মাননা প্রদান

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI আওতায় সম্মাননা প্রদান

আগস্ট ৪, ২০২৫

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI আওতায় সম্মাননা প্রদান।

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI আওতায় সম্মাননা প্রদান।

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDPI) স্কিমের আওতায় শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার(৪ আগস্ট) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার,মোঃ জাহাঙ্গীর আলম, প্রোগ্রামটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সুকান্ত সাহা বলেন: “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস-এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে,যার ফলস্বরূপ শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটছে।আমি আশা করি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ,মোঃ আমিনুল ইসলাম,অভিভাক প্রতিনিধি,মোঃ মামুনুর রশীদ,ছাত্র প্রতিনিধি মোঃ আতিকুর রহমান নাঈম, বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা উন্নয়নে এ ধরণের প্রকল্পের কার্যকারিতা তুলে ধরেন এবং সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *