স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে ডাকসু ইস্যুতে আদালতে লড়াই নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আবিদ ছোটভাই মানুষ। হয়তো ভুল করে বলে ফেলেছে। আমি মাইন্ড করিনি। ছোটরা কখনো কখনো বুঝে না, তাই বলে ফেলে।”
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থিতার বৈধতা নিয়ে করা এক রিটের শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেন শিশির মনির। এই প্রেক্ষিতেই ভিপি প্রার্থী আবিদ প্রশ্ন তুলেছিলেন, জামায়াতপন্থি হিসেবে পরিচিত একজন আইনজীবী কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে আদালতে লড়তে পারেন।
জবাবে শিশির মনির বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিভিন্ন মামলায় আইনগত দায়িত্ব পালন করছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই বিজয় অর্জন হয়েছে। “সম্ভবত আবিদ এসব জানে না বলেই এমন মন্তব্য করেছে। আমার মনে হয়, বিষয়টি ইচ্ছাকৃত নয়, মুখ ফসকে গেছে,” বলেন তিনি।
এর আগে সোমবার দুপুরে হাইকোর্ট ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিশির মনির চেম্বার আদালতে আবেদন করেন। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়। এই প্রেক্ষাপটে অনেকেই শিশির মনিরের ভূমিকার প্রশংসা করেছেন।