সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান যুবনেত আব্দুল জলিল মিয়া।
গত ৬ অক্টোবর কেন্দ্রীয় সংগ্রাম দলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মনির হোসেন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে আব্দুল জলিল মিয়া কে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে যুব সংগ্রাম দলের ০৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। তিনি সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলার ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের চৌকির ঘাট গ্রামের আলহাজ্ব খলিলুর রহমান খলিলের ছেলে।
এর আগে আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা তরুণ প্রজন্ম দলের সভাপতি সহ – ছাত্রদল থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। হাসিনা সরকারের আমলে একাধিক মামলা গ্রেপ্তার নির্যাতনের শিকার হয়েছিল।