বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম কয়রা উপজেলার একটি বাড়িতে এ অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, তবে সেখান থেকে বড় আকারের প্যাকেটে মোড়ানো অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাংস পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বলেন,”বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সুন্দরবনের বন্যপ্রাণী, বিশেষ করে চিত্রল হরিণ, অবৈধভাবে শিকার ও পাচারের শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে। তবে সম্প্রতি কোস্ট গার্ড, বন বিভাগ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বয়ে এমন অপরাধ প্রতিরোধে গৃহীত হয়েছে কঠোর পদক্ষেপ।