নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড় মহেশখালীতে বর্ণ্যাঢ্য র্যালী ও ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ ই সেপ্টেম্বর (বুধবার) বিকালে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম সাজেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দলিলুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সাবেক দুইবারের এমপি আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও কর্মী সম্মেলন বক্তব্য রাখেন.. জেলা বিএনপির নেতা আব্দুল মান্নান মাস্টার, উপজেলা বিএনপি’র নেতা এড. সিরাজুল হক রানা, এড. হামিদুল হক, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলানা শফিউল আলম চেয়ারম্যান, ছোট মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, নুরুল ইসলাম কমিশনার, সালাউদ্দিন রতন, মাস্টার সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা ছৈয়দ, ইকবাল বাহার চৌধুরী, রমিজ আলম, আমিনুল হক মাস্টার, আবদুল করিম মেম্বার, সালাহ উদ্দিন টিপু, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা মিসবাহ উদ্দিন, আবুল কাসেম মেম্বার, আনচার উল্লাহ বিএ-সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল, আ.স.ম জাহেদুল হক নাহিদ, জিয়াউর রহমান ডালিম, মোক্তার আহমদ’সহ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগনের ভোটে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দরা দল গোছানোর পাশাপাশি ভোটের জন্য সাধারন জনগনের পাশে গিয়ে তাদের সাথে সম্পৃত্তা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বড় মহেশখালী ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি ও সম্পাদক’সহ কাউন্সিলা সম্মতিক্রমে এস এম সাজেদুল হক’কে সভাপতি, দলিলুর রহমান’কে সাধারণ সম্পাদক ও কাশেম মেম্বার’কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



