মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম মিয়া টিটু (৪০) রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
সিলেট র্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ই জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়—রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। খবরের ভিত্তিতে র্যাবের দলটি ৪টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ৭টি পাটের বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
, ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
উদ্ধার হওয়া মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা জানান,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলা শেষে আজ দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।



