মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে (২৬ জুন) বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি।
দুপুরে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদ সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব, সহ সাধারণ সম্পাদক আবিদ কামাল রুবেল, সহ সাধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচীব শামছুল আরেফিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহারিয়ার রহমান, শাখাওয়াতুল খান পরাগ সহ কেন্দ্রীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী এবং নতুন সদস্যবৃন্দ।
শামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনায় এককে একে ছাত্রদলের কেন্দ্রীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বক্তব্য প্রদান করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল খান পরাগ বলেন: “সুসংগঠিত ছাত্রদলের অনেক বিতর্কিত সদস্য আছে যাদের বিষয়ে এ্যাকশন নেওয়ার সময় এসেছে।”
যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হুসাইন বলেন : আপনারা আসুন আমাদের জানুন, আমাদের কার্যকর দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি : ফ্যাসিবাদের প্রতিবাদ করতে গিয়ে গুম হওয়া আমাদের তিন সহযোদ্ধার সন্ধান আমরা চাই, যারা দীর্ঘদিন আমাদের সহযোদ্ধা ছিলো।
তিনি আরও বলেন, ছাত্রদল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুমন সরদার : “আজকের এই বিজয়ের অনেকাংশই নির্ভর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর, ৫ আগস্ট না আসলে সকলে বহালতবিয়তে থাকতো, বরাবরের মতো নির্যাতিত হতো ছাত্রদলের ক্রিয়াশীল নেতাকর্মী তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, দেশকে এগিয়ে নিতে যেটা অপরিহার্য , এছাড়াও তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি কৃতজ্ঞতা, ৭১ এর স্বাধীনতায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ মা বোনের ইজ্জত , শহীদের প্রতি ফোটা তখনি সার্থক হবে যখন এই বাংলাদেশে আর চেতনা বিক্রির সুযোগ থাকবে না, দেশ যখন এগিয়ে চলবে নিজস্ব স্বকীয়তায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছোট ভাই বোনদের প্রতি সত্য ও ন্যায়ের সংগঠনে আসার আহ্বান।
সহ সাধারণ সম্পাদক, আবিদ কামাল রুবেল : আগামীদিনে একটি দল দেশের স্বার্থে রাজনীতি করবে, সেটিই হবে জাতীয়তাবাদী আদর্শের দল, ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবির আওয়ামিলীগকে পূনর্বাসনের পায়তারা চালাচ্ছে, এ সময় তিনি মিরপুর বাংলা কলেজে ঘটে যাওয়া ঘটনার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এ ছাড়াও তিনি বলেন, কোনপ্রকার অনুপ্রবেশকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, ছাত্রদলে থাকা বিতর্কিত সদস্যদের ব্যাপারে ও সিদ্ধান্ত নেওয়া হবে খুব সিগ্রই।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতাকর্মী ও নতুন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।