Shopping cart

  • Home
  • শিরোনাম
  • বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যা লি ও বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যা লি ও বৃক্ষরোপণ

জুন ১৯, ২০২৫

মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ-এর আয়োজনে ‘প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়েছে।

( বৃহস্পতিবার) ১৯ জুন ২০২৫, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত র্যা লি টি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধির বার্তা বহন করে। র্যা লি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *