দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পারিবারের কলহের জের ধরে ভাতিজার হাতে খু’*ন হয়েছেন এক নারী। ভাতিজার দার আঘাতে চাচি মোছাঃ রুকশানা বেগম (৩৫) মৃত্যুবরণ করেন। আহত হয়েছেন নিহতের মেয়ে মোছাঃ তোয়াহা আক্তার (৪)।
শুক্রবার ( ১৩ জুন ) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোছাঃ রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মোঃ ফিরুজ আলী”র স্ত্রী। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (২৬ ) গ্রামের একই বাড়ির মৃত ওয়ারিছ আলীর পুত্র এবং ফিরুজ আলী’র ভাতিজা।
স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. জসিম উদ্দিন তার চাচি মোছা. রুকশানা বেগমকে কুপ্রস্তাবে উত্যক্ত করে আসছে। শুক্রবার সন্ধ্যায় আবারো সে উত্যক্ত করে৷ তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় ঘাতক জসিম উদ্দিন। এ নিয়ে তাদের মাধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে জসিম বটি দা’ দিয়ে রুকশানাকে কুপিয়ে জখম করে।
এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুকশানা বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।