মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের জবি শাখার একাংশ। শনিবার (৩১ মে) ক্যাম্পাস প্রাঙ্গণে নানা ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নেতাকর্মীরা জানান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং পরিবেশবান্ধব চিন্তা থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—এ লক্ষ্যেই আমরা কাজ করছি।”
যুগ্ম আহ্বায়ক সাখওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, “দেশনায়ক তারেক রহমানের প্রতিটা পদক্ষেপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সবসময় সাধারণ শিক্ষার্থীসহ অভারওল বাংলাদেশ পরিবর্তনে ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ” যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতিবছর অনেক গাছ কাটা হলেও জাতীয়ভাবে গাছ লাগানোর তেমন উদ্যোগ নেওয়া হয় না। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন, তা সফল করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান বলেন, “বৃক্ষ আমাদের প্রাণ। জনাব তারেক রহমানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আরেক সদস্য মাশফিকুল ইসলাম রাইন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের সঙ্গে বৃক্ষরোপণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাঁর শাহাদতবার্ষিকী উপলক্ষে দেশ ও জনগণের স্বার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মো. মেহেদী হাসান।
এছাড়াও অংশ নেন সংগঠনের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের ও শাহরুল।