নিজাম লালমোহন (ভোলা ) প্রতিনিধি: ঘুনিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি দিবেন ধর্ম প্রাণ মুসলিমরা।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে বিশাল বড় কোরবানির পশুর হাট। দিন যতই যাচ্ছে ততই জমে উঠছে । লালমোহন উপজেলা গজারিয়া বাজারে বিশাল বড় কোরবানির পশুর হাট।
এখানে উন্নত জাতের দেশীয় প্রজাতি গরু মহিষ ছাগল কেনাবেচা হয় এক গরুর ব্যবসায়ী বলেন এবছর কোরবানি পশুর হাট জমে উঠেছে গত বছরের তুলনায় অনেক ভালো আশা করি আল্লাহর রহমতে আমরা ভালো দাম পাব।
তাছাড়া এই হাঁটে বিভিন্ন স্থান থেকে গরু মহি ষ ছাগল এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য এবং এক একটি গরুর ওজন ৪ থেকে ৫ মনে হয় থাকে।