জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সুনামগঞ্জ জেলা শহরে শিবিরের অফিসে এই আয়োজন সম্পন্ন করে সংগঠনটি।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
এসময় জেলা আইন সম্পাদক ইয়াকুব আলী, সুনামগঞ্জ পৌর সভাপতি সজিব আহমদ, সুনামগঞ্জ কলেজ সভাপতি সুমেল আহমদ, সদর পূর্ব সভাপতি একরামুল হক মাজেদ ও বিভিন্ন স্কুল-মাদ্রাসা হতে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।