Shopping cart

আমাদের সমাজ আমাদের পরিবার সামাজিক সংগঠনের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ 

মার্চ ২৭, ২০২৫

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে একঝাঁক তরুণ স্বপ্ন বিলাসীদের নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের সমাজ আমাদের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই আয়োজন করে সংগঠনটি।

এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো: ফরহাদ হোসেন,সুলেমান আহমদ ও সংগঠনের সদস্য ইকবাল হোসেন।

এসময় স্থানীয় আবু বক্কর, আব্দুল মোতালিব (পাকিছ), মুখলেছ আলী, মিজান মিয়া, মরম আলী, মিয়াজান আলী, নায়েব আলী, শুকুর আলী, নাছির উদ্দিন,বাবুল মিয়া, শাফির উদ্দিন, জসিম উদ্দিন, রবিউল আওয়াল, সাব্বির আহমদ রাজা, লোকমান হোসেন, জলিল আহমদ, আব্দুল মিয়া, তরিক আহমদ, ছামির আহমদ, রিপন আহমদ,আয়বুর রহমান, হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ২০২৪ সালে সোনাপুর এলাকার একঝাঁক দেশী-বিদেশী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সমাজ সেবায় নানান ভাবে কাজ করে আসছে আমাদের সমাজ আমাদের পরিবার স্বেচ্ছাসেবী সামাজিক এই সংগঠন। চলতি রমজান শেষে পরবর্তী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেয় তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার অনুষ্ঠানিক ভাবে তাদের এই কর্মসূচী উদ্বোধন করা হয়। ১ লক্ষ টাকার পণ্য সামগ্রী বিতরণ করা হবে এলাকার ১’শত পরিবারের মাঝে। ধাপে ধাপে এলাকায় কয়েকটি গ্রামের ১’শত হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *