মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা পুলিশ আজ দুপুরে নবীজির কটুক্তিকারী ছাত্র লীগ নেতা সুপ্ত সাহা অনিক (২৮) কে নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে গ্রেফতার করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার অধিবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুপ্ত সাহা অনিক, কিছু দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়, পরে ইহা দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জেলার মুসলিম সম্প্রদায় সুপ্ত সাহা কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এরপর থেকে সুপ্ত সাহা অনিক আত্ম গোপনে ছিল, আজ দুপুরে নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ নিশ্চিত করেছেন, তিনি বলেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলায় মুসলিম জনতা মানব বন্ধন কর্মসূচী পালন করেছিল।