মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি: গতকাল রোববার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার রেলওয়ে স্টেশন চত্বরে দুর্বৃত্তের চুরিকাঘাতে ছাত্র দল কর্মী রাব্বি (২২) নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সুজন ও রাবি নামের ২ জনকে আটক করেছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গত রাত অনুমান ৮ ঘটিকায় তার বাবার মাছের আড়ৎ থেকে রাব্বি কে দুর্বৃত্তেরা ঢেকে এনে রেলওয়ে স্টেশনের কাছে পুকুরপাড়ে চুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় জীবন বাঁচাতে পুকুরের পানিতে ঝাঁপ দেয় রাব্বি। বুকে চুরির আঘাতের কারণে তার ফুসফুস বের হয়ে যায়।পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার ময়মন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।রাত অনুমান ১১ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাব্বি পৌরসভার টেংগাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আনিস মিয়ার ছেলে।রাব্বি মোহনগন্জ ছাত্রদলের কর্মী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রাব্বি পড়ালেখার পাশাপাশি তার বাবার মাছের আড়তে কাজ করত।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ সকালে দুইজন কে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হল সুজন ও রাবি।তারা পৌরসভার টেংগাপাড়া গ্রামের অধিবাসী বলে ওসি আমিনুল ইসলাম জানান। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয় নি।